ফিনল্যান্ডসহ স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে চলতি দশকের অন্যতম শক্তিশালী তুষারঝড়। ফিনল্যান্ডে এই ঝড়টি ‘হানেস’ এবং প্রতিবেশী দেশগুলোতে এটি ‘জোহান্নেস’ নামে পরিচিত। গত কয়েকদিন ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে ফিনল্যান্ডের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
তুষারঝড়ের প্রভাবে ফিনল্যান্ডের বিদ্যুৎ সঞ্চালন লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চলে প্রায় ১ লাখ ৯০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এলেনিয়া’ জানিয়েছে, গত ১০ বছরের মধ্যে বিদ্যুৎ লাইনের এমন বড় ধরনের কাঠামোগত ক্ষতি আর দেখা যায়নি। ঝড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও প্রতি সেকেন্ডে ২৫ মিটার ছাড়িয়ে গেছে।
তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির যাতায়াত ব্যবস্থা চরম সংকটে পড়েছে। উত্তরাঞ্চলীয় ‘লাপল্যান্ড’ প্রদেশের ‘কিত্তিলা’ এবং ‘ইভালো’ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিত্তিলা বিমানবন্দরে প্রবল বাতাসে একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে বরফস্তূপে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। তুষার ও উপড়ে পড়া গাছের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘপাল্লার ট্রেনগুলো ৭ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে। প্রায় ১০ হাজার ট্রেন যাত্রী এই দুর্ভোগের শিকার হয়েছেন। এছাড়া, পিচ্ছিল রাস্তা এবং সাদা তুষারের চাদরে দৃষ্টিসীমা কমে আসায় সড়ক দুর্ঘটনায় কয়েক শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়টি কেবল ফিনল্যান্ডেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী সুইডেনে এই ঝড়ের প্রভাবে গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নরওয়েতেও ভারী তুষারপাতের কারণে অনেক পাহাড়ি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ফিনিশ আবহাওয়া অধিদপ্তর-এফএমআই আগামী কয়েক দিন বিশেষ সতর্কতা জারি করেছে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত এবং তুষার সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।


