বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্তুগালের পোর্তো শহরে এক আলোচনা সভা ও সাংগঠনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগাল বিএনপির উদ্যোগে স্থানীয় বোম্বাই গ্রিল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করাই ছিল এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পোর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও পর্তুগাল বিএনপির সাবেক সহ-সভাপতি মামুন হাজারী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, পোর্তো বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনায় সহায়তা করেন, কাইয়ুম উদ্দীন লিটন ও আরাফাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাজমুল হাজারী।
আলোচনা সভায় বক্তারা বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবে অভিহিত করেন। নেতৃবৃন্দ বলেন…
বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শ, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক
বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্তো বিএনপির সাবেক সভাপতি মির্জা কামাল হারুন, সাবেক আহ্বায়ক সৈয়দ শরীফ নাজির, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুকিতুর রহমান সেলিম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাকিব সাবু এবং ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আযম।


