মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পর্তো শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৮টায় পর্তুগালের পর্তো শহরের বোম্বাই গ্রিল রেস্টুরেন্টে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তো বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা মাহিদুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সহ-সভাপতি মামুন হাজারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পর্তো বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম ও আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলীউর রহমান চৌধুরী।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং স্বাধীনতার মূল চেতনা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে সক্রিয় থাকতে হবে। মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অফ পর্তোর সভাপতি শাহ আলম কাজল, সাধারণ সম্পাদক আবদুল আলীম।
এছাড়াও মহব্বত আলী টিপু, পিন্টু প্রধান, মাসুমুর রহমান, বাদশা ইসলাম, মহিনউদ্দিন, আজিজ আহমেদ, সাইফুল ইসলাম, মনির মোল্লা, রুমন, আনোয়ার হোসেন, রিপন মিয়া, আরিফ, ইউসুফ অর্ক, আব্দুল মতিন সহ পর্তুগাল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়, এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মামুন হাজারী।


