পর্তুগালের রাজধানী লিসবনের হুম্বার্টো ডেলগাদো বিমানবন্দরে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। তীব্র যাত্রীচাপ ও দীর্ঘ অপেক্ষার কারণে নতুন ব্যবস্থাটি আপাতত কার্যকর রাখা ঝুঁকিপূর্ণ মনে করছে কর্তৃপক্ষ।
সরকারি ঘোষণায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত নন-ইইউ নাগরিকদের জন্য চালু হওয়া নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় জট সৃষ্টি হয়েছে। নতুন কম্পিউটারভিত্তিক ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ চালুর পর কয়েক দিন ধরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও ভোর পর্যন্ত সারি লেগে থাকার ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে অন্তত তিন মাসের জন্য নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার স্থগিত রাখা হচ্ছে। এ সময় সীমান্ত পরীক্ষা পুরোনো পদ্ধতি বা বিকল্প সমর্থিত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনা জোরদার করতে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে গার্ডা নাসিওনাল রিপাবলিকানার সদস্যদেরও যুক্ত করা হবে।
সরকারিভাবে আরও বলা হয়, নতুন ব্যবস্থার পূর্ণ বাস্তবায়নের ফলে সীমান্তে কর্মরত সেবাদানকারীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে উৎসব মৌসুমে ভ্রমণকারী ও ধারাবাহিক যাত্রী চলাচলের কারণে অপেক্ষার সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অস্থিরতা ও ভোগান্তি কমাতেই সাময়িকভাবে ব্যবস্থা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুতি সম্পন্ন হলে ভবিষ্যতে নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরায় কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


