বৃটেনের ম্যানচেস্টার থেকে সিলেট–ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। অবিলম্বে এই ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সংগঠনটির সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ১১টায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সদস্যসচিব রকিবুর রহমান ও অর্থসচিব এবি রুনেল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানচেস্টার–সিলেট রুটের ফ্লাইট বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রবাসীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
মোহাম্মদ মকিস মনসুর বলেন, উড়োজাহাজের সংকট, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের অজুহাতে একটি লাভজনক ও জনসম্পৃক্ত রুট বন্ধ করার সিদ্ধান্ত আত্মঘাতী। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ফ্লাইট চালুর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সভায় অন্যান্য বক্তারা বলেন, হজ কার্যক্রম পরিচালনার প্রয়োজন হলে সরকার চাইলে পৃথকভাবে উড়োজাহাজ ভাড়া করে তা সম্পন্ন করতে পারে। কিন্তু প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক এই রুট বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার কুচক্রী মহলের প্রভাবে পড়ে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
তাঁরা আরও বলেন, এ সিদ্ধান্ত থেকে সরকার ও বিমান কর্তৃপক্ষ সরে না এলে প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট এবং রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হতে পারেন তাঁরা। সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়।
প্রতিবাদ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।


