আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি উচ্চপর্যায়ের ও বৃহৎ পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। একই সঙ্গে নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পাওলা পাম্পালোনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। ইইউ প্রতিনিধি দল জানায়, তারা নির্বাচন পর্যবেক্ষণে একটি স্বাধীন, সক্রিয় ও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠাতে আগ্রহী, যাতে নির্বাচন প্রক্রিয়ার সব ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
বৈঠকে ইইউর পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়।
প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনায় রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশ–ইইউ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকও উঠে আসে। ইইউ প্রতিনিধি দল জানায়, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং এ সংকটের টেকসই সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হবে।
ইইউ সূত্রে জানা গেছে, নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক দলের প্রস্তুতি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে।


