ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ব্যাপক প্রতিবাদে নেমেছেন দেশটির কৃষকেরা। গত ৮ জানুয়ারি শতাধিক ট্রাক্টর নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথ অবরোধ করেন। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নগরজীবনে চরম ভোগান্তি দেখা দেয়।
কৃষকদের এই আন্দোলনের মূল কারণ ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত মেরকোসুর বাণিজ্য চুক্তি। কৃষকদের অভিযোগ, এই চুক্তি কার্যকর হলে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে কম দামে কৃষিপণ্য ইউরোপে প্রবেশ করবে। ফলে ফরাসি কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন এবং স্থানীয় কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
প্রতিবাদকারীরা জানান, ইউরোপীয় ইউনিয়নের কঠোর পরিবেশ ও উৎপাদন মান মেনে তারা চাষাবাদ করেন। কিন্তু আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে একই মানদণ্ড প্রযোজ্য না হওয়ায় প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়ছেন। এ অবস্থাকে তারা “অন্যায্য প্রতিযোগিতা” হিসেবে বর্ণনা করেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে। তবে কৃষকেরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।
এদিকে কৃষকদের এই প্রতিবাদকে ঘিরে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষক আন্দোলন দীর্ঘায়িত হলে তা ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


