ব্রিটিশ‑বাংলাদেশি মডেল ও অভিনেতা রামজান মিয়া এখন মিডিয়ার জনপ্রিয় মুখ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও রমজান ধীরে ধীরে আন্তর্জাতিক বিনোদন জগতে তাঁর জায়গা করে নেন। রমজান লন্ডনের লুটনে বেড়ে ওঠেছেন। মাত্র সাত বছর বয়সে অভিনয় জীবন শুরু করে পরবর্তীতে পেশাদার মডেলিং শুরু করেন তিনি। কিছুদিন যেতে না যেতেই ডাক পেয়ে যান হলিউডে। বেশকিছু হলিউডের সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে অর্জন করে বিপুল খ্যাতি।
রামজান মিয়া ১৯৯৩ সালের ১৯ জুলাই বৃটেনের এক বাংলাদেশি অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। রমজানের মা-বাবার আদি বাসস্থান ছিল বাংলাদেশের সিলেট জেলায়। তবে সিলেটি পরিবারে জন্মলেও বৃটেনের সাংস্কৃতি ও সমাজ ব্যাবস্থা তাঁর উপর গভীর প্রভাব ফেলে। মাত্র সাত বছর বয়সে তিনি প্রথম একটি বাংলা নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন রমজান। তাঁর বাবা কুদ্দুস মিয়া পরিচালনা করেছিলেন নাটকটি। এরপর পড়াশোনায় মনোনিবেশ করার জন্য নেন দীর্ঘ সময়ের বিরতি।
বিরতি থেকে ফিরে আন্তর্জাতিক মডেল হিসেবে পরিচিতি লাভ করেন মাত্র ১৭ বছর বয়সে। রমজান প্রথম বাংলাদেশি পুরুষ হিসেবে লন্ডন ফ্যাশন উইকের মঞ্চে অংশ নেন। এটা ছিল তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক। এরপর এডিডাস, পল স্মিথ, লেভিস, রিভার আইল্যান্ড এবং লরেলের মত ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার সুযোগ পান তিনি।
মডেলিং জীবনে থাকতেই তাঁর কাছে প্রস্তাব আসে অভিনয়ের। অল্প কিছুদিনের ব্যাবধানে বেশ কয়েকটি আলোচিত হলিউড চলচিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পান রমজান।
আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশীয় অভিনেতাদের প্রতিনিধিত্ব বাড়ানো উচিত
রমজান মিয়া
রমজান মিয়ার অভিনেতা জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হল:
- ঘোস্ট স্টোরিজ (২০১৭): মার্টিন ফ্রিম্যান ও পল হোয়াইটহাউস-এর সাথে অভিনয় করেন।
- ডিজনিস আলাদিন (২০১৯): এই আইকনিক সিনেমাটিতে নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেন।
- এভরিবডিস টকিং এবাউট জেমি (২০২১) ও এনোলা হোমস ২(২০২৩)– সিনেমা দুটোতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রমজান।
- বার্বি (২০২৩): গ্রীটা গারউইগ পরিচালিত সিনেমায় “সাউথ এশিয়ান কেন” চরিত্রে অভিনয় করেছেন যা সামাজিক প্ল্যাটফর্মে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়।

ঢাকায় ‘বার্বি’ চলিচিত্রের জন্য আয়োজন করা প্রিমিয়ারে রমজান নিজেই উপস্থিত ছিলেন, যেখানে তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত অনুভব করছেন তিনি।
রমজানের অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২২ সালে ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন ও লাইফস্টাইল এ্যাওয়ার্ড থেকে বছরের সেরা মডেলের পুরস্কার। তাছাড়া হ্যালো ম্যাগাজিনে রাইজিং স্টার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন রমজান মিয়া।
অভিনয়ের পাশাপাশি রামজান মিয়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনেতামূলক বিভিন্ন কাজে সক্রিয় রয়েছেন।