পর্তুগালের আইএমটি (IMT – Instituto da Mobilidade e dos Transportes) কর্তৃক প্রেরিত একটি তালিকার ভিত্তিতে ২২ জন বাংলাদেশির বিরুদ্ধে জাল ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। এই তালিকাটি গত ২২ আগস্ট পর্তুগালের বাংলাদেশ দূতাবাস, লিসবন তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করেছে।
দূতাবাস জানায়, তালিকাভুক্ত লাইসেন্সগুলোর নম্বর এক হলেও সংশ্লিষ্ট দুইজন লাইসেন্সধারী ভিন্ন ব্যক্তি, যা প্রতারণার সুস্পষ্ট প্রমাণ বহন করে। এ বিষয়ে আইএমটি ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে যে, এই ২২ জন ব্যক্তির বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।

এদিকে বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তিতে জানায়, যেসব ব্যক্তির নাম উক্ত তালিকায় অন্তর্ভুক্ত, তাদের জরুরি ভিত্তিতে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, যারা প্রকৃতভাবে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন, তারা যেন এই ধরনের ঘটনার জন্য হয়রানির শিকার না হন সে বিষয়েও যথাযথ নজর দেওয়া প্রয়োজন।
আইন ও শৃঙ্খলা রক্ষায় পর্তুগাল সরকার এবং আইএমটির এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


