পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক প্রবাসী ভোটাধিকার পরিষদ, পর্তুগাল’-এর ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল লিসবনে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু নাঈম মু. শহীদুল্লাহ এবং সদস্য সচিব হয়েছেন এ এস এম জাবেদ সরকার।
কমিটির সহকারী আহ্বায়করা হলেন মো. মোশাররফ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান এবং মাও. হেলাল উদ্দিন।
কমিটির অন্য সদস্যরা হলেন— নবিউল হক, জহিরুল হক, নজরুল ইসলাম, শাহ ওয়ালিউর রহমান চিত্তি, আ. সালাম, আ. মতিন, জসিম উদ্দীন, শেখ ফরিদ রাহাত, আসাদ উল্লাহ, আনোয়ার হোসেন, রাজিব আল মামুন, এহসানুর রহমান ইরাক, আমিরুল ইসলাম, আবুল কাসেম, আ. করিম মানিক, জাহাঙ্গীর হোসেন, হারুনার রশিদ, হেলাল উদ্দীন (আমাদোরা), হাসান (TVD), রবিউল আলম (TVD), বাবলু (TUKTUK), ইয়াসিন আরাফাত (TUKTUK), সামছুল ইসলাম, সোহায়েল আহমেদ খান, রাকিব মজুমদার, ইকবাল নোমান, সফিউল্লাহ মাহমুদ, জাহাঙ্গীর আলম মামুন, মারুফ আহমেদ এবং নাহিদ ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে, প্রবাসীদের ভোটাধিকারের দাবি আদায়ে আগামী ৯ সেপ্টেম্বর লিসবনের বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনটি পর্তুগালসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কাজ করবে বলে নেতারা জানান।


