অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করা একজন বাংলাদেশিকে দেশে ফেরত নিলে, বিনিময়ে নিয়মিত পথে আরেকজন বাংলাদেশিকে গ্রহণের প্রস্তাব দিয়েছে ইতালি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রোমের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি জানান…
একজন ফেরত গেলে, একজন বৈধ পথে আসবে- এ রকম একটি সমঝোতা প্রস্তাব দিয়েছে ইতালি সরকার।
সফরের সময় রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গেও দেখা করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, রোমের মেয়র বাংলাদেশিদের পরিশ্রম, মেধা ও অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে ‘ভেজাল’ বা অনিয়মিত পথে আসা অভিবাসীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা জানান, ইতালির মেয়রের মতে, অনিয়মিত অভিবাসীরা সমস্যার শিকার হলেও, তাড়িয়ে দেওয়া সমাধান নয়। বরং উভয় পক্ষের সম্মিলিত উদ্যোগে একটি সমাধান খুঁজে বের করতে হবে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত দেশটিতে অনিয়মিতভাবে প্রবেশ করা ৫৪ হাজারের বেশি অভিবাসীর মধ্যে ১৬ হাজারের বেশি বাংলাদেশি।
রোম সফর শেষে বুধবার সকালে দেশে ফিরে এসেছেন অধ্যাপক ইউনূস। এর আগে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘ওয়ার্ল্ড ফুড ফোরামে’ অংশ নিতে রোম যান।


