বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর স্থানীয় শাপলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ রিজিওনের সাধারণ সম্পাদক এনামুল হক ও যৌথ সম্পাদক রুহেল মিয়া।

প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ইউকের প্যাট্রন ও শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো–কনভেনর মসুদ আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, কমিউনিটি ব্যক্তিত্ব ড. মনুজ জোসি এমবিই ডিএল, শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলর আশরাফ মিয়া ও অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু তুলে ধরেন। মোহাম্মদ মকিস মনসুর বলেন…
প্রবাসীদের বাংলাদেশে ও বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি নো–ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো এবং ঢাকা–সিলেট ৬ লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
ড. হাসনাত এম হোসাইন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী দুই বছর কমিটি স্থানীয় কমিউনিটির উন্নয়ন, মানবতার সেবা ও প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।
নতুন কমিটিতে কাউন্সিলর আশরাফ মিয়া চেয়ারম্যান, এনামুল হক সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর ফুলজার আহমদকে ট্রেজারার করা হয়। ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকা ঘোষণা করা হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া, শাহাব উদ্দিন, আলহাজ্ব মানিক মিয়া, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলর কামাল হোসেন, লালু মিয়া, মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন ও ইসমাইল আলী মিরাস।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। চেয়ারম্যান আশরাফ মিয়া সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।


