ইতালিতে নাগরিকত্ব ও বাসস্থানের অনুমতি নবায়নের দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পৌরসভাগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন এএনসিআই। সংগঠনটির দাবি, বর্তমান প্রক্রিয়া যেন এক ধরনের স্বাভাবিক বাছাই-এর মতো কাজ করছে, যেটি অনিচ্ছাকৃতভাবে বিদেশি নাগরিকদের মধ্যে সাফল্য ও ব্যর্থতার বিভেদ তৈরি করছে।
এমিলিয়া-রোমাগনিয়া অঞ্চলের এএনসিআই-এর অভিবাসন নীতি প্রধান লুকা রিজো নার্ভো বলেন…
একটি ধারণা তৈরি হয়েছে যে প্রক্রিয়াটি কঠিন থাকলেই ন্যায়সংগত হবে। কিন্তু বাস্তবে এটি আমলাতান্ত্রিক বাছাইয়ে পরিণত হয়েছে, যেখানে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়।
তার মতে, এই অপ্রয়োজনীয় জটিলতা শুধু দক্ষ প্রশাসনের পথে বাধাই নয়, বরং অভিবাসীদের প্রতি অবিচারও তৈরি করছে।

১২ নভেম্বর বোলোগ্নায় এএনসিআই-এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা উপস্থিত ছিলেন। সেখানে পৌরসভা প্রতিনিধিদের পক্ষ থেকে একটি বিস্তারিত চিঠি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়। চিঠিতে সই করেন বোলোগ্না সিটি কাউন্সিলের সদস্য সিদ নেগাশ ও দেটজন বেজাই।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা ছিল প্রায় ৫.৩০৮ মিলিয়ন, যা দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশ।
তবে অনেক অভিবাসীর জন্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম যোগাযোগই হয় নেতিবাচক। একটি সাধারণ অ্যাপয়েন্টমেন্টের জন্যও পুলিশ সদর দপ্তরে ৯ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা নাগরিকত্ব ও বাসস্থান অনুমতি নবায়ন প্রক্রিয়াকে বিপর্যস্ত করে।

চিঠিতে প্রক্রিয়া সহজীকরণের জন্য কয়েকটি নির্দিষ্ট প্রস্তাব তোলা হয়, পুলিশ সদর দপ্তর ও পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক, যাতে বাসস্থানের অনুমতি নবায়নের আবেদন সরাসরি সংশ্লিষ্ট কার্যালয় থেকে রেজিস্ট্রেশন অফিসে পাঠানো যায়।
বাসস্থান অনুমতি ব্যবস্থাপনা আংশিকভাবে পৌরসভা অফিস ও স্থানীয় পুলিশ পরিচালনা করবে, যাতে পুলিশ সদর দপ্তরের উপর চাপ কমে। এছাড়া ডাকঘরকে দীর্ঘমেয়াদী বাসস্থান অনুমতি ইস্যুর ক্ষমতা দেওয়া এবং অভিবাসন–আশ্রয় সংক্রান্ত জাতীয় ডেটাবেস সমন্বয় করা।
চিঠিতে আরও বলা হয়, ২০০৫ সালেই এই আইনি নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু কার্যত তা এখনও বাস্তবায়িত হয়নি।

এএনসিআই-এর চেয়ারম্যান গাইতানো মানফ্রেদি সম্মেলনে বলেন…
ইতালির মাত্র ২০টি পৌরসভায় কোনও বিদেশি নেই
এই তথ্যই বলে দেয় দেশটি কীভাবে বদলে যাচ্ছে। ভিবাসীরা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তির যোগান দেয়।
অনেক তরুণ অভিবাসী ইতালিতে জন্মেছে, আমাদের ভাষায় কথা বলে, আমাদের স্কুলে পড়ে তবু তারা আনুষ্ঠানিকভাবে ইতালিয়ান নয়। নাগরিকত্ব প্রক্রিয়ার জটিলতা তাদের সামাজিক অন্তর্ভুক্তিকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও যোগ করে বলেন…
অধিকার ও সমতার ভিত্তিতে নির্মিত একটি প্রজাতন্ত্রে জন্ম বা অবস্থান যেন কখনও সুযোগ পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়।


