ফ্রান্সে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন অভিবাসন আইন, যা ইউরোপের বাইরের দেশের নাগরিকদের জন্য ফরাসি ভাষা ও প্রজাতান্ত্রিক মূল্যবোধে একীভূত হওয়ার শর্ত আরও কঠোর করেছে। ফ্রান্সে বসবাসকারী ইউরোপীয় নন, এমন বিদেশিদের জন্য অভিবাসন ও অন্তর্ভুক্তি নীতিতে বড় পরিবর্তন আসছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ফ্রান্সে দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী রেসিডেন্ট কার্ড এবং ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করতে বাধ্যতামূলকভাবে একটি ‘সিভিক পরীক্ষা’ পাস করতে হবে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই নতুন শর্তের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের ২৬ জানুয়ারি গৃহীত নতুন অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা হিসেবে এই ‘সিভিক পরীক্ষা’ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রথমবারের মতো বহু-বছর মেয়াদি (৪ বছর) বা স্থায়ী (১০ বছর) রেসিডেন্ট পারমিটের জন্য আবেদনকারী ইউরোপের বাইরের দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া, ২০২৫ সালের ১৫ জুলাই থেকে জারি করা ডিক্রির মাধ্যমে একই তারিখ থেকে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রেও এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করা এবং ফরাসি সমাজে বিদেশিদের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করাই এই আইনটির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ফ্রান্সে দীর্ঘমেয়াদে বসবাসকারী নাগরিকদের ফরাসি ভাষা জানা এবং প্রজাতান্ত্রিক মূল্যবোধে একীভূত হওয়ার শর্ত কঠোর করা হয়েছে। ইউরোপের বাইরের দেশের নাগরিকদের সিভিক পরীক্ষা পাসের প্রমাণ হিসেবে একটি সনদ জমা দিতে হবে। এই দক্ষতা যাচাই পরীক্ষাটি ডিজিটালি এবং নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রশ্নের সংখ্যা থাকবে ৪০টি, পরীক্ষার সময়সীমা থাকবে ৪৫ মিনিট এবং ভাষা হবে ফরাসি ভাষা।
৪০টি প্রশ্নের বিষয়ভিত্তিক বিন্যাস:
- প্রজাতন্ত্রের নীতিমালা ও মূল্যবোধ (স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্রের প্রতীক) নিয়ে থাকবে ১১টি প্রশ্ন,
- রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো (রাষ্ট্র, সংসদ, ভোটাধিকার, ইউরোপীয় ইউনিয়ন) নিয়ে ৬টি প্রশ্ন,
- অধিকার ও কর্তব্য (আইন, কর, নাগরিক দায়িত্ব) নিয়ে ১১টি প্রশ্ন,
- ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি (বিপ্লব, ঐতিহ্য, সংস্কৃতি) নিয়ে ৮টি প্রশ্ন, এবং
- ফরাসি সমাজে জীবনযাপন (শিক্ষা, স্বাস্থ্য, কাজ, পরিবার) নিয়ে ৪টি প্রশ্ন থাকবে।
অভিবাসীদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ আলাদা একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এটি ফরাসি অভিবাসন এবং ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর দ্বারা পরিচালিত এবং ফ্রান্সে অভিবাসীদের জন্য নির্ধারিত সিআইআর চুক্তির অন্তর্ভুক্ত। এই প্ল্যাটফর্মে মোট ২২২টি বিষয়ভিত্তিক তথ্য সংযোজিত হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ফরাসি প্রজাতন্ত্রের মূলনীতি ও মূল্যবোধ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, এবং ফ্রান্সে বসবাসের সঙ্গে সংশ্লিষ্ট অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
সরকার এই নতুন ব্যবস্থাকে অভিবাসীদের ফরাসি সমাজে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। ওয়েবসাইটে পরীক্ষার বিষয়বস্তু, পদ্ধতি, অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা এবং সম্ভাব্য প্রশ্নও প্রকাশ করা হয়েছে। তবে পরিস্থিতিভিত্তিক প্রশ্ন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানানো হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আরও নতুন তথ্য ও উপকরণ যোগ করা হবে।
নতুন অভিবাসন আইনে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য শর্ত আরও কঠোর করা হয়েছে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা (যারা দেশের অভিবাসন এবং বিদেশি সংক্রান্ত সমস্ত আইন ও প্রশাসনিক প্রক্রিয়া দেখাশোনা করে) ডিজিইএফ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই নতুন নিয়মগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে, যা ফ্রান্সে বসবাসের প্রত্যাশী ইউরোপের বাইরের দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত বহন করছে।


