বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) ও পর্তুগালের ইন্সটিটিউটো সুপেরিওর টেকনিকো (instituto superior técnico) যা সংক্ষেপে IST নামে পরিচিত এর মধ্যে একটি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর বিনিময় এবং যুগ্ম প্রকল্প পরিচালনার দিক থেকে নতুন দিগন্ত উন্মোচন করবে।
চুক্তির আওতায় থাকছে…
- স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিনিময় কার্যক্রম
- যুগ্মভাবে মাস্টার্স ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধান
- গবেষণা অবকাঠামোর ভাগাভাগি
- প্রযুক্তি, প্রকৌশল ও পরিবেশবিষয়ক যৌথ একাডেমিক প্রকল্প
লিসবনে বাংলাদেশ দূতাবাস একে “দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মাইলফলক” বলে অভিহিত করেছে। এতে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপীয় মানের গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবে।