স্পেনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপের দারুণ সুযোগ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ায় স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বছরে কয়েক শত স্কলারশিপ ঘোষণা করা হয়, যার মধ্যে বাংলাদেশিরাও আবেদন করতে পারে।
বিখ্যাত স্কলারশিপ প্রোগ্রামসমূহ:
- ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার ডিগ্রি (Erasmus Mundus Joint Master Degree – EMJMD)
- ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহৎ স্কলারশিপ প্রোগ্রাম
- পুরো কোর্স ফি, ভ্রমণ খরচ, বাসস্থান ও মাসিক ভাতা কভার করে
- স্পেন সরকার প্রদত্ত এমএইসি-এইসিআইডি (MAEC-AECID) স্কলারশিপ
- স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত স্কলারশিপ
- মাস্টার্স বা পিএইচডি পর্যায়ের জন্য
- ইউএএবি ও ইউনিভার্সিটি অব বার্সেলোনা স্কলারশিপ (UAB & University of Barcelona)
- স্পেনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আন্তর্জাতিক স্কলারশিপ অফার করে
✅ ন্যূনতম যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা:
- স্নাতক/মাস্টার্স ডিগ্রি (যে পর্যায়ের কোর্সে আবেদন করা হবে তার ভিত্তিতে)
- সিজিপিএ:
- কমপক্ষে ৩.০০/৪.০০ বা সমমান (বেশিরভাগ ক্ষেত্রে ৩.৫ বা তার বেশি পছন্দনীয়)
- ভাষার যোগ্যতা:
- ইংরেজি-মাধ্যম কোর্সের জন্য IELTS 6.5+ বা TOEFL 90+
- স্প্যানিশ কোর্সের জন্য DELE B2 বা C1 লেভেল
- স্টেটমেন্ট অফ পারপাস (Statement of Purpose – SOP) এবং রিকমেন্ডেশান লেটার
- পাসপোর্ট ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত থাকতে হবে
আপনার যদি উপরে দেয়া একাডেমিক যোগ্যতা ও সার্টিফিকেট থেকে থাকে তবে যেনতেন ওয়েবসাইট থেকে আবেদন না করে বরং বিশ্বস্ত ওয়েবসাইট থেকে আবেদন করুন। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলো খুবই নির্ভরযোগ্য। তাছাড়া নিচে আরো কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেয়া হল। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে যেই স্কলারশিপটি আপনার জন্য প্রযোজ্য মনে হবে সেই স্কলারশিপটি বাছাই করুন। তারপর ওয়েবসাইটের নির্দেশিকা অনুসারে আবেদন করুন।
📌 আবেদন কোথায় করবেন?
বিশেষ সতর্কতা:
তবে সতর্কতা হল যে ফেসবুক বা দালালদের স্কলারশিপ অফার দেখে প্রতারিত হবেন না। সবসময় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। মনে রাখবেন আপনার যোগ্যতা থেকে থাকলে আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে যেই লিগাল মেইন কন্টাক্টের সাথে যুক্ত হবেন তিনিই আপনাকে সকল ধরনের সহায়তা প্রদান করবেন। এর জন্য আলাদা করে কোন দালাল বা এজেন্সির সহায়তার প্রয়োজন নেই।