যুক্তরাজ্যের হোম অফিস এক ফ্লাইটে ১৬ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ফ্রান্সে। এই পদক্ষেপটি দেশে অভিবাসন নীতি কঠোর করার প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
হোম অফিসের বরাত দিয়ে ইমিগ্রেশনের একটি সংবাদ সাইট জানায়, এই ১৬ জন ব্যক্তিকে অভিযুক্ত ও প্রক্রিয়াজাতকরণের পর ফেরত পাঠানো হয়েছে। তারা হয়তো ইংলিশ চ্যানেলের পথ ধরে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল। ফেরত পাঠানোদের মধ্যে কেউ কেউ দাবি করেছিলেন, তারা মানবিক আশ্রয়প্রার্থী।
এদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অমান্যকারী অভিবাসীদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ অপরিহার্য। আধিকারিকরা যুক্তরাজ্যকে “নিয়ন্ত্রিত ও মানবিক অভিবাসন গন্তব্য” হিসেবে গড়ে তুলতে চান, যেখানে যাঁরা নিয়ম শৃঙ্খলা মেনে অভিবাসন চান, তাদের সুযোগ থাকবে, কিন্তু অবৈধ প্রবেশ ঠেকানো হবে।


