ইউরোপের অন্যতম শ্রমঘাটতিপূর্ণ দেশ ইতালি আগামী তিন বছরে বিদেশি কর্মী নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে পাঁচ লাখেরও বেশি নতুন কর্মী নেওয়ার পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই কোটায় বাংলাদেশি কর্মীদের জন্যও উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে উপস্থাপিত ১৪৬ নম্বর সরকারি ডিক্রি-র ওপর ভোটাভুটিতে ১৩১ জন আইনপ্রণেতা সমর্থন দেন, বিপক্ষে ভোট দেন ৭৫ জন। সাতজন ভোটে অংশ নেননি।
নতুন এই ডিক্রি, যা সাধারণভাবে ‘ফ্লো ডিক্রি’ নামে পরিচিত, দেশের শ্রমবাজারের ঘাটতি পূরণে আইনি অভিবাসনের পথ বিস্তৃত করার অংশ হিসেবে পাস হয়েছে।

ডিক্রির অধীনে ২০২৬–২০২৮ সাল পর্যন্ত ক্রমান্বয়ে বেশি বিদেশি শ্রমিক নেওয়া হবে। ২০২৬ সালে নেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে সংখ্যা আরও বাড়বে এবং ২০২৮ সালে মোট নিয়োগ পৌঁছাবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে।
ইতোমধ্যে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার ২০২৩–২০২৫ সময়কালের জন্য সাড়ে চার লাখেরও বেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। নতুন এই ডিক্রিটি সেই নীতিরই ধারাবাহিকতা।
যা থাকছে ফ্লো ডিক্রিতে
আবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে কাজের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। আগে এই প্রক্রিয়া অনেক দীর্ঘ হতো। বসবাসের অনুমতির জন্য আবেদন করার সময় সম্ভাব্য নিয়োগকর্তার নিয়োগপত্র বা নিয়োগের ইচ্ছাপত্র জমা দেওয়ার শর্ত বাতিল করা হয়েছে। এটি অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করবে।
উৎস দেশগুলোতে যেসব প্রার্থী প্রশিক্ষণ নেবে, তারা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসার আবেদন করতে পারবে, এটি পরীক্ষামূলকভাবে প্রযোজ্য। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, শিশু ও প্রবীণদের জন্য হোম কেয়ার ও পরিবারভিত্তিক সহায়তা কর্মী হিসেবে অতিরিক্ত ১০ হাজার বিদেশি কর্মী নেওয়া হবে।

এছাড়া মানবপাচারের শিকার, গ্যাংমাস্টারিং (কৃষি শ্রমিক শোষণ)-এর শিকার অভিবাসীদের আবাসিক অনুমতির মেয়াদ ছয় মাস থেকে এক বছর করা হয়েছে। প্রয়োজন হলে কর্মসংস্থানের ভিত্তিতে মেয়াদ আরও বাড়ানো যাবে।
কৃষিক্ষেত্রে শোষণ প্রতিরোধে গঠিত কমিটিতে ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা আরও বাড়ানো হয়েছে। পারিবারিক সহিংসতার কারণে সুরক্ষায় থাকা ব্যক্তিরা এখন ইনক্লুশন চেক (দারিদ্র্যবিরোধী আর্থিক সহায়তা)-এর জন্যও আবেদন করতে পারবেন।
পরিবার পুনর্মিলনে কঠোরতা
ডানপন্থি লিগ পার্টির প্রস্তাবে পার্লামেন্ট সায় দেওয়ায় পরিবার পুনর্মিলনের নিয়ম কঠোর হয়েছে, যেখানে পূর্বের সময়সীমা ছিল ৯০ দিন, সেখানে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫০ দিন। এছাড়া, আর্থিক বা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে বসবাসের অনুমতি নবায়ন বাতিল করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
এই ডিক্রি কেন গুরুত্বপূর্ণ
ইতালিতে জনসংখ্যা দ্রুত কমছে, শ্রমবাজারে বড় সংকট তৈরি হয়েছে, কৃষি, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, কেয়ার সেক্টরে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা বাড়ছে, তাই নিয়ন্ত্রিত ও আইনি পথে কর্মী আনার পরিকল্পনা জোরদার করছে সরকার।
এছাড়া বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিকদের জন্য এটি বড় সুযোগ হতে পার।


