পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দূতাবাস থেকে প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স ডিক্লারেশন সেবার আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে।

দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে পরীক্ষামূলকভাবে ইউরোপীয় পরীক্ষামূলক চালক সংস্থা-সিএসএটি(CSAT)-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ড্রাইভিং লাইসেন্স ডিক্লারেশন সেবা নেওয়ার যে ব্যবস্থা ছিল, তা এখন থেকে বাতিল করা হয়েছে।
নতুন নিয়মে এখন থেকে এই সেবা নিতে কোনো প্রকার অনলাইন বা পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট-এর প্রয়োজন হবে না। আবেদনকারীরা সরাসরি দূতাবাসে এসে টোকেন মেশিন থেকে “ডি–টোকেন” (D-Token) সংগ্রহ করে আবেদন জমা দিতে পারবেন।
তবে যেসব আবেদনকারী ইতোমধ্যে সিএসএটি(CSAT)-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তারা তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সেবা নিতে পারবেন বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
দূতাবাসের এই নতুন পদক্ষেপে প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।


