বিশ্বব্যাপী বিলাসবহুল পর্যটন নগরীর মধ্যে লিসবনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সম্প্রতি ‘কন্ডে নাস্ট জোহানসেনস’ নামক একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান তাদের জরিপে এমন তথ্য প্রকাশ করেছে। জরিপে অংশ নিয়েছেন ১,৭০০ জনেরও বেশি উত্তরদাতা।
জরিপ অনুযায়ী, ২৮% উত্তরদাতা পর্তুগালের রাজধানী লিসবনকে তাদের প্রিয় বিলাসবহুল গন্তব্য হিসেবে ভোট দিয়েছেন। তবে তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস, যা দীর্ঘদিন ধরেই পর্যটকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে।
গবেষণায় দেখা যায়, লিসবনকে বেছে নেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো পর্তুগিজ খাবার ও ওয়াইন। ৭৬% উত্তরদাতা বলেছেন, তারা লিসবনের গ্যাস্ট্রোনমি বা খাবার ও পানীয় সংস্কৃতিকে গুরুত্ব দেন। এই সংখ্যা গত বছর ছিল ৭৩%, অর্থাৎ এই ক্ষেত্রে লিসবনের প্রতি পর্যটকদের আগ্রহ বাড়ছে।
তাছাড়া, ৪৮% উত্তরদাতা জানিয়েছেন, তারা সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের জন্য লিসবনের মতো গন্তব্যস্থলকে বেছে নেন। লিসবনের সঙ্গীত উৎসব, আন্তর্জাতিক প্রদর্শনী, আর্ট গ্যালারি, ঐতিহাসিক থিয়েটার ও নগরভিত্তিক শিল্প পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
এই জরিপ থেকে এটা স্পষ্ট যে, লিসবন শুধু ঐতিহ্য ও সংস্কৃতির শহর নয়, বরং বিলাসী ভ্রমণকারীদের জন্য এক আধুনিক ও পরিপূর্ণ গন্তব্য হিসেবে জায়গা করে নিচ্ছে।