বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে গত বছরের তুলনায় নিবন্ধিত বেকারের সংখ্যা কমেছে। দেশটির এম্লয়মেন্ট অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট (আইইএফপি) এর প্রকাশিত তথ্য অনুযায়ী জুলাই মাস শেষে নিবন্ধিত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৫ জনে। এটি পূর্ববর্তী জুনের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম।

আইইএফপি জানায়, মূল ভূখণ্ড ও স্বায়ত্তশাসিত অঞ্চল মিলিয়ে ৪ লাখ ৩৭ হাজার ৫৪২টি চাকরির আবেদনের বিপরীতে নিবন্ধিত বেকারের হার দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক নয় শতাংশে।

গত বছরের জুলাইয়ের তুলনায় এবার চাকরি কেন্দ্রে নিবন্ধিত বেকারের সংখ্যা কমেছে ১২ হাজার ৩১৪ জন। আইইএফপি’র তথ্যমতে, এই কমতির বড় অংশই এসেছে এক বছরের কম সময় ধরে নিবন্ধিত চাকরিপ্রার্থী, নতুন কাজের খোঁজে থাকা ব্যক্তি এবং ২৫ বছরের বেশি বয়সী আবেদনকারীদের মধ্য থেকে।

জুনের তুলনায় জুলাইয়ে নিবন্ধিত বেকারের সংখ্যা কমেছে ৬৬৩ জন। টানা ছয় মাস ধরে এ পতন অব্যাহত রয়েছে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে এ সংখ্যা সর্বনিম্ন—২ লাখ ৮৪ হাজার ৩৩০-এ নামে। 

সার্বিকভাবে বেকারত্ব কমলেও খাতভিত্তিক পরিসংখ্যানে মিশ্র প্রবণতা দেখা গেছে। গত বছরের তুলনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পেশাগত গোষ্ঠীতে বেকারত্ব উল্লেখযোগ্য হারে কমেছে। এর মধ্যে রয়েছে কৃষক এবং কৃষি, মৎস্য ও বনায়নে দক্ষ কর্মী (১৮ দশমিক ৫ শতাংশ), প্রশাসনিক কর্মী (১৪ দশমিক ২ শতাংশ), টেকনিশিয়ান ও মধ্যম-স্তরের পেশাজীবী (৯ দশমিক ৭ শতাংশ), শিল্প, নির্মাণ ও কারুশিল্পের দক্ষ কর্মী (৭ দশমিক ২ শতাংশ)।

বিপরীতে কিছু খাতে উদ্বেগজনকভাবে বেকারত্ব বেড়েছে। বিশেষ করে আইন ও নির্বাহী সংস্থার প্রতিনিধি, ব্যবস্থাপক, পরিচালক এবং নির্বাহী ব্যবস্থাপক পদে বেকারত্ব ১৭ দশমিক ৩ শতাংশ এবং অদক্ষ শ্রমিকদের মধ্যে ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আঞ্চলিকভাবে গত বছরের তুলনায় শুধুমাত্র আলেনতেজো ছাড়া বাকি সব অঞ্চলেই নিবন্ধিত বেকারের সংখ্যা কমেছে। সবচেয়ে বড় হ্রাস দেখা গেছে মাদেইরা স্বায়ত্তশাসিত অঞ্চলে (১৯ দশমিক ৪ শতাংশ)। তবে জুনের তুলনায় উত্তর, মধ্য এবং আলেনতেজো অঞ্চলে বেকারের সংখ্যা সামান্য বেড়েছে।

এদিকে জুলাই মাসের শেষে দেশব্যাপী কর্মসংস্থান কেন্দ্রগুলোতে ১৯ হাজার ১৪টি চাকরির পদ খালি ছিল, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮৩৬টি বা ৫৬ দশমিক ১ শতাংশ বেশি। যদিও জুনের তুলনায় খালি পদের সংখ্যা ২৯২টি বা ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version