রবিবার, ১০ই আগস্ট, ২০২৫   |   ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব নিয়ে ৯ই জুলাই সংসদে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। সংসদীয় দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই আলোচনা চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই আইনটি ঘিরে গত ৪ জুলাই সংসদে দীর্ঘ ও তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি দলের একাংশও আইনটির বেশ কিছু ধারার বিরোধিতা করে। এরই প্রেক্ষিতে সরকার প্রস্তাবটি ফিরিয়ে নেয় এবং পরবর্তীতে অধিকতর আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানায়।

নাগরিকত্ব আইন সংশোধনের লক্ষ্য ছিলো প্রবাসী, অভিবাসী ও দ্বিতীয় প্রজন্মের নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করা। কিন্তু প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়। বিশেষ করে, যেসব পরিবর্তনের ফলে নাগরিকত্ব পেতে সময়সীমা, নথিপত্র, বা আবেদনের প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারত, তা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিল নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার দাবি জানায়। সরকারও সেই দাবির প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবটি পুনর্বিবেচনার আশ্বাস দেয় এবং আজকের নির্ধারিত ভোটাভুটি স্থগিত করে।

বিশ্লেষকরা বলছেন, এই সময়োপযোগী সিদ্ধান্ত পর্তুগালে বসবাসকারী অভিবাসী ও বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিত করতে আরও পরিপূর্ণ ও ন্যায্য আইন প্রণয়নের সুযোগ করে দেবে।

সেপ্টেম্বর মাসে নতুন অধিবেশনে বিলটি নিয়ে আবারও আলোচনা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version