সোমবার, ১১ই আগস্ট, ২০২৫   |   ২৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন আবিষ্কৃত একটি ক্যান্সার টিকা ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের (TNBC) বিরুদ্ধে মানবদেহে কার্যকারিতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রভিক্তিক ক্লিভল্যান্ড ক্লিনিকের নেতৃত্বে পরিচালিত এই ফেজ-১ ট্রায়ালে ১৮ জন ক্যান্সার রোগী অংশগ্রহন করেছিলেন। রোগীদের ওপর প্রয়োগ করা হয় একটি ব্যক্তিকেন্দ্রিক (personalized) নিওঅ্যান্টিজেন টিকা। গবেষণার ফলাফল চিকিৎসাবিজ্ঞানীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

অত্যন্ত আক্রমণাত্মক ও জটিল এই স্তন ক্যান্সারের সমস্যাটি মূলত এমন রোগীদের মধ্যে দেখা যায়, যাদের নির্দিষ্ট হরমোন রিসেপ্টর নেই। ফলে সাধারণ চিকিৎসার মাধ্যমে এধরনের রোগীর ক্যান্সার প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। নতুন আবিষ্কৃত টিকাটির প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে, অংশগ্রহণকারী ১৮ জনের রোগীর মধ্যে ১৬ জন রোগী তিন বছরের বেশি সময় ধরে ক্যান্সারমুক্ত রয়েছেন। শুধু তাই নয় ৭০ শতাংশের বেশি রোগীর শরীরে শক্তিশালী ইমিউন রেসপন্স তৈরি হয়েছে, এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই গবেষণাটি Reuters, Targeted Oncology, এবং Cleveland Clinic-এর মত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাগুলো প্রকাশ করেছে বলে এসব তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা গেছে। চিকিৎসাবিজ্ঞানীরা জানিয়েছেন, যদি পরবর্তী ধাপের ট্রায়ালেও এই ফলাফল প্রমাণিত হয়, তাহলে এটি হতে পারে বিশ্বের প্রথম স্তন ক্যান্সার টিকা হতে পারে যা একইসাথে স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রতিষেধক হিসেবে ব্যাবহার করা যাবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version