২০২৪ সালের অভিবাসন আইনের আওতায়, শ্রমিক সংকটে থাকা খাতে, কর্মরত অনিয়মিত অভিবাসীদের বৈধতার নিয়ম চালু করেছে ফ্রান্স। এ বিষয়ে কোন কোন খাতকে ‘শ্রমিক সংকটে থাকা পেশা’ হিসেবে বিবেচনা করা হবে, তা নির্ধারণ করে নতুন নির্দেশিকা পাঠিয়েছে দেশটির শ্রম, স্বাস্থ্য, সংহতি ও পরিবার বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সামাজিক অংশীদারদের কাছে পাঠানো ওই তালিকাটি শিগগিরই সরকারি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে। এতে হোটেল-রেস্তোরাঁ, কৃষি, গৃহকর্মী ও ক্যাটারিংসহ নতুন কয়েকটি পেশা যুক্ত করা হয়েছে। ফ্রান্সের ১৩টি রিজিওনের জন্য আলাদা পেশার তালিকা করা হলেও কিছু পেশা জাতীয়ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
হোটেল-রেস্তোরাঁ খাত যুক্ত হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে আসা অনিয়মিত অভিবাসীদের জন্য বৈধতার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি শ্রমমন্ত্রী আস্ত্রিদ পানোসিঅঁ-বুভে জানিয়েছেন, অঞ্চলভেদে শ্রমিক সংকটে থাকা পেশাগুলোর পার্থক্য থাকায় পরামর্শক্রমে এই তালিকা তৈরি করা হয়েছে। যেমন, নরমান্দি রিজিওনে জরিপকারী, আর বিভিন্ন অঞ্চলে কসাই, কৃষক, গৃহকর্মী, রান্না সহকারী, পরিচ্ছন্নতা কর্মী, উদ্যানবিদ ও নির্মাণ শ্রমিকের অভাব রয়েছে।
সবচেয়ে বেশি কর্মী সংকট রয়েছে ইল-দ্য-ফ্রঁস (বৃহত্তর প্যারিস), প্রোভন্স-আল্পস-কোত দা’জুর এবং উবেরন-রোন-আল্পস অঞ্চলে।
২০২৪ সালের অভিবাসন আইনে বলা হয়েছে, অন্তত তিন বছর ফ্রান্সে অবস্থানকারী ও গত দুই বছরে শ্রমিক সংকটে থাকা খাতে অন্তত ১২ মাস কাজের প্রমাণ দিতে পারলে অনিয়মিত অভিবাসীরা এক বছরের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকা যাবে না এবং ফরাসি সমাজে অন্তর্ভুক্তির প্রমাণ দিতে হবে।
পূর্বের নিয়মের বিপরীতে, নতুন আইনে বৈধতার আবেদন করতে আর নিয়োগকর্তার ওপর নির্ভর করতে হবে না। নির্ধারিত শর্ত পূরণ করলে অভিবাসীরা নিজেরাই আবেদন করতে পারবেন। এই বিধান ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
