মনোরম প্রকৃতি আর ঐতিহাসিক উইন্ডমিলের দেশ নেদারল্যান্ডস শুধু পর্যটনের জন্যই নয়, বিদেশিদের জন্য দিচ্ছে স্থায়ী বসবাসের সুযোগও। দেশটির সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে চাইলে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করে আবেদন করা যাবে স্থায়ী আবাসনের জন্য।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ) বহির্ভূত দেশের নাগরিকরা চাইলে নেদারল্যান্ডসে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। পিআর পেলে দীর্ঘমেয়াদে দেশটিতে বসবাস ও কাজ করার সুযোগ মিলবে। একই সঙ্গে ডাচ নাগরিকত্বের পথও খুলে যাবে।
যোগ্য হতে হলে আবেদনকারীদের অন্তত পাঁচ বছর বৈধ অস্থায়ী আবাসিক অনুমতি নিয়ে সেখানে বসবাস করতে হবে। পাশাপাশি মাসিক ন্যূনতম ১,৬৫৭ ইউরো (প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা) আয়ের প্রমাণ দেখাতে হবে।
ডাচ নাগরিক ইন্টিগ্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। এতে আবেদনকারীর ভাষা ও সংস্কৃতি জ্ঞানের দক্ষতা যাচাই করা হয়। সাধারণত এ২ স্তরের (প্রাথমিক–মধ্যম) ভাষাজ্ঞান থাকতে হবে। এর মানে দৈনন্দিন জীবনের সহজ কথোপকথন ও যোগাযোগ করার মতো পর্যায়ের দক্ষতা থাকতে হবে। তবে বিশেষ পরিস্থিতি, বয়স বা স্বাস্থ্যগত কারণে এ শর্তে অব্যাহতি দেওয়া হতে পারে।
এ ছাড়া আবেদনকারীর বৈধ স্বাস্থ্যবীমা থাকতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে অপরাধমুক্ত থাকার প্রমাণ দেখাতে হবে।
প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, কর্মসংস্থান চুক্তি ও বেতন স্লিপ, স্বাস্থ্যবীমার কাগজপত্র, নাগরিক ইন্টিগ্রেশন পরীক্ষার সনদ, বর্তমান বসবাসের অনুমতি ও ঠিকানার প্রমাণপত্র।
আবেদন প্রক্রিয়াটি কয়েক ধাপে সম্পন্ন হয়। প্রথমে যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে। এরপর অনলাইনে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস (আইএনডি)-এর ওয়েবসাইটে বা আইএনডি ডেস্কে সরাসরি আবেদন জমা দিতে হবে।
আবেদন করতে বর্তমানে ২৪৩ ইউরো (প্রায় ৩৫ হাজার ৯৩০ টাকা) ফি দিতে হয়, যা ফেরতযোগ্য নয়। প্রক্রিয়াকরণে প্রায় ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আবেদন অনুমোদিত হলে আইএনডি থেকে চিঠি পাওয়া যাবে এবং পরে আইএনডি ডেস্ক থেকে স্থায়ী আবাসিক পারমিট সংগ্রহ করতে হবে।
