বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার উদ্যোগে ইউক্রেনকে সহায়তা করতে ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে পর্তুগাল। বুধবার (৯ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে মন্ত্রী পর্যায়ের এক বৈঠক শেষে এ ঘোষণা দেন পর্তুগালের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী নুনো মেলো।

নুনো মেলো বলেন…

আমরা ঘোষণা দিয়েছি যে, ইউক্রেনের অগ্রাধিকারের চাহিদা পূরণের উদ্যোগ (PURL)-এ ৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করব। একই সঙ্গে, যুক্তরাজ্যের ড্রোন নির্মাণ উদ্যোগে ১০ মিলিয়ন ইউরো বিনিয়োগের কথাও জানিয়েছি।

তিনি আরও জানান…

যদিও এটি একটি ব্রিটিশ উদ্যোগ, তবুও এটি মূলত ব্রিটেনের জাতীয় ড্রোন শিল্পের ওপরই কেন্দ্রীভূত। ফলে এই বিনিয়োগ পর্তুগালের প্রতিরক্ষা শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পশ্চিমা দেশগুলো নানা ধরনের সামরিক সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে এ পদক্ষেপ নিল পর্তুগাল।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version