১৫ অক্টোবর ২০২৫-এর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না কোনো রেসিডেন্স পারমিট। এর অর্থ হলো, যেসব রেসিডেন্স পারমিট ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে, কিন্তু নবায়নের প্রক্রিয়া শুরু হয়নি সেসব পারমিট বেআইনি হয়ে যাবে।
পর্তুগালের অভিবাসন ও সীমান্ত সংস্থা আইমা গত ১৫ই অক্টোবর, তাদের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানায়…
এখন থেকে যারা নবায়নের যোগ্য, তারা শারীরিকভাবে আইমা অফিসে না গিয়েও ডিজিটাল পোর্টালের মাধ্যমে অনলাইনে নবায়ন করতে পারবেন।
এ জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করতে হবে। এর পর ১৮০ দিনের জন্য একটি প্রমাণপত্র ইস্যু করা হবে, যা রেসিডেন্স পারমিটের বিকল্প হিসেবে কাজ করবে।
চলতি বছরের জুলাই মাসে আইমা ও মিশন স্ট্রাকচার যৌথভাবে ডিজিটাল পোর্টাল চালু করে, যার মাধ্যমে ইতোমধ্যে ১১৭,৪৭৬টি নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২০ সালে কোভিড-১৯ মহামারির পর থেকে বিভিন্ন সময়ে আইনি প্রক্রিয়া ছাড়াই রেসিডেন্স পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল। এবার সেই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে।
