পর্তুগালের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ফারো দেশব্যাপী একটি বৃহৎ অনলাইন নিয়োগ প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে ফারো বিমানবন্দরসহ পর্তুগালের বিভিন্ন বিমানবন্দরে ৫০০–এর বেশি চাকরির শূন্যপদ পূরণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদে আবেদন করার শেষ সময় আগামী ৯ জানুয়ারি।
এ সপ্তাহে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, নিয়োগ কার্যক্রমটি ‘‘ওপেন এয়ার ডেজ” শীর্ষক একটি জাতীয় উদ্যোগের আওতায় পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আয়োজন করছে আন্তর্জাতিক নিয়োগ প্রতিষ্ঠান ‘জব অ্যান্ড ট্যালেন্ট’, যা পরিচালিত হচ্ছে পর্তুগালের শীর্ষস্থানীয় রিক্রুটমেন্ট ও মানবসম্পদ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মাল্টিটেম্পো’ (Multitempo)–এর সহযোগিতায়। ফারো বিমানবন্দর এর আগেও এই উদ্যোগে অংশ নিয়েছিল এবং এবারও তারা অনলাইনভিত্তিক সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে।
এই নিয়োগ ক্যাম্পেইন চলবে ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। এর অংশ হিসেবে ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকেশুরু হবে অনলাইন সাক্ষাৎকার। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক, পাশাপাশি একটি প্রাথমিক বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
নিয়োগ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের জন্য আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সবার জন্য সহজলভ্য করা হয়েছে। শূন্যপদগুলো বিমানবন্দরের দৈনন্দিন কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিং, বিমান চলাচল ও ট্রাফিক সমন্বয়, যাত্রী সহায়তা ও কাস্টমার সার্ভিস এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও কম চলাচলক্ষম যাত্রীদের সহায়তাকারী পদ। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা, সেবা মান এবং অপারেশনাল দক্ষতা বজায় রাখাই এসব নিয়োগের মূল লক্ষ্য।
আগ্রহী প্রার্থীরা একটি নির্দিষ্ট অনলাইন ফর্মের মাধ্যমে চাকরির বিস্তারিত বিবরণ, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। যথাসময়ে নিবন্ধন ও আবেদন না করলে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, পুরোপুরি ডিজিটাল নিয়োগ পদ্ধতি গ্রহণের মাধ্যমে আমরা আরও গতিশীল ও আধুনিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে চাই। এতে প্রার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে, যা বিমানবন্দর খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রতিষ্ঠান পরিচিতি
উল্লেখ্য, এই নিয়োগ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি পর্তুগালের অন্যতম বৃহৎ নিয়োগদাতা। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ১৬ হাজারের বেশি। ফারো ছাড়াও দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাবে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পর্যটন মৌসুমকে সামনে রেখে বিমানবন্দরগুলোতে এ ধরনের বড় নিয়োগ উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
