বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি নাগরিকদের শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রোমানিয়া। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ফোকাল পয়েন্ট অনুবিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন বাংলাদেশি আবেদনকারীদের রোমানিয়ার শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দিতে হতো বাংলাদেশে রোমানিয়ার অনারারি কনস্যুলেটগুলোতে। তবে বিভিন্ন প্রশাসনিক বিবেচনায় রোমানিয়া সরকার ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি নাগরিকদের এ দুই ধরনের ভিসা আবেদন করতে হবে ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং হাঙ্গেরিতে অবস্থিত রোমানিয়ান কনস্যুলেট ফুটপ্রিন্টে। অর্থাৎ ঢাকা থেকে সরাসরি জমা দেওয়ার সুযোগ আপাতত থাকছে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোমানিয়ান কর্তৃপক্ষের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে অনেক আবেদনকারীকে নিকটবর্তী দেশগুলোতে ভ্রমণ করে ভিসা আবেদন জমা দিতে হতে পারে। তবে পরিবর্তনের ফলে প্রক্রিয়াটি আরও মানসম্মত ও কেন্দ্রীভূত হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version