বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নীল আকাশের নীচে, এক শহর জেগে থাকে অ্যাল্পসের কোলে, যেন স্বপ্নে আঁকা এক নীলাভ জলের দেশ। নাম তার ‘অ্যানেসি’। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব কোণে স্যাভয় অঞ্চলের একটি শান্ত অথচ মায়াবী শহর। প্রকৃতি এখানে কথা বলে জলের ভাষায় আর বাতাসে শোনা যায় ইতিহাসের শ্বাস।

আপনি যখন এসে অ্যানেসিতে পা রাখবেন, মনে হবে যেন সময় থেমে গেছে এক সুখের নৌকায়। শহরের বুক চিরে বয়ে চলা থিও নদী, ইউরোপের অন্যতম ক্ষুদ্রতম নদী। যা মাত্র ৩.৫ কিলোমিটার! তবে এর শান্ত নীল জলে প্রতিফলিত হয় হাজার বছরের গল্প।

আলোকচিত্র: রানা, ফ্রান্স।

অ্যানেসিকে বলা হয় “দ্য ভেনিকা অব আল্পস”। নানান খাল, ছোট ছোট পাথরের সেতু আর লতাগুল্মে মোড়া রঙিন বাড়িগুলো যেন রূপকথার বই থেকে উঠে আসা দৃশ্য নড়েচড়ে উঠেছে। এক সময় ‘অ্যানেসি’ ছিল হাউজ অফ স্যাভয়ের রাজধানী। ১৬শ শতকে প্রোটেস্টান্ট সংস্কারের বিরুদ্ধে ক্যাথলিক প্রতিরোধের কেন্দ্র হয়ে ওঠে এই শহর। এখানে জন্ম নেন সেন্ট ফ্রান্সিস ডি সেলস, যিনি পরে হন জেনেভার বিশপ, এবং ক্যাথলিক চার্চের অন্যতম প্রভাবশালী পবিত্র ব্যক্তি।  

অ্যানেসির হৃদয় যেন এই হ্রদ। এটি শুধু ফ্রান্সের নয়, গোটা ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন একটি হ্রদ। অ্যানেসি হ্রদের পানি এত পরিষ্কার হওয়ার মূল কারণ হলো এর প্রাকৃতিক উৎস। পর্বতমালার  গলিত বরফ এবং পাহাড়ি ঝর্ণা থেকে থেকে বয়ে আসা পানি হ্রদে এসে পড়ে যা খুবই বিশুদ্ধ। এ কারণে অ্যানেসি পানি স্বচ্ছ এবং নীলাভ রঙের হয়ে থাকে। আর এই জলের স্বচ্ছতা যেন আয়নার মতো, একবার তাকালেই যেনো নিজেকে দেখা যায়।

আলোকচিত্র: রানা, ফ্রান্স।

হ্রদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলোও অনন্য। এসব ছোট ছোট গ্রামে এখনো বয়ে চলে এক অতীত সময়ের নিঃশব্দ নিঃশ্বাস। তবে এক অজানা তথ্য হল, অ্যানেসিই ছিল ফ্রান্সে প্রথম শহর যেখানে দর্শকদের সামনে চলচিত্র প্রদর্শনী হয় ১৯৮০ সালে। আর আজ,  প্রতি বছর এখানে হয় অ্যানেসি ইন্টারন্যাশনাল অ্যানিমেটেড ফিল্ম ফেস্টিভ্যাল, যা বিশ্বের অন্যতম সেরা অ্যানিমেশন উৎসব।

অ্যানেসির প্রকৃতি যেমন মোহিত করে, তেমনি তার জনমানুষের মুখেও মিশে আছে একধরনের শান্তি। এখানে কেউ তাড়াহুড়ো করে না। প্রতিটি সকালে কফি হাতে, মানুষ থেমে যায় এক অপরূপ দৃশ্যের সামনে, যেখানে পাহাড়, হ্রদ আর আকাশের মাঝে মিলিয়ে যায় দিনের নতুন আলো।

এ যেন এক জীবন্ত কবিতা, যার প্রতিটি পংক্তি লেখা জলে, বাতাসে, আর পাথরে। আপনি এক মুহুর্তের জন্যে যদি এক টুকরো শান্তি পেতে চান তবে ঘুরে আসুন প্রকৃতির অপরূপা অ্যানেসি থেকে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version