বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ২০২৬ সালকে বরণ করে নিতে ইউরোপীয় পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে পর্তুগাল। ঐতিহ্যবাহী স্থাপত্য, মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জ এবং উৎসবমুখর পরিবেশের আকর্ষণে লাখ লাখ পর্যটক বছরের শেষ দিনগুলো কাটাতে এই আটলান্টিক উপকূলীয় দেশটিকে বেছে নিচ্ছেন।

চাহিদার নতুন রেকর্ড ফ্লাইট সার্চ ইঞ্জিন ‘জেটকস্ট’-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের শেষ দিকে পর্তুগালের ফ্লাইটের চাহিদা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ফ্লাইটের অনুসন্ধান বিশ্লেষণ করে দেখা গেছে, ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশের তালিকায় পর্তুগাল এখন চতুর্থ স্থানে। এই দৌড়ে স্পেন, ইতালি এবং ফ্রান্সের ঠিক পেছনেই পর্তুগালের অবস্থান, যা যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে।

পর্তুগালের রাজধানী লিসবন বরাবরের মতোই পর্যটকদের প্রথম পছন্দ। ব্রিটিশ এবং ফরাসি পর্যটকদের কাছে এটি এক নম্বর গন্তব্য। অন্যদিকে, স্প্যানিশ, ইতালীয় এবং জার্মানদের কাছেও এটি অন্যতম প্রধান আকর্ষণ।

সাংস্কৃতিক ঐতিহ্য এবং খাবারের জন্য বিখ্যাত ‘পোর্তো’ শহরটি ফরাসিদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। স্পেন, জার্মানি এবং ইতালীয় পর্যটকদের কাছে এটি দ্বিতীয় এবং ব্রিটিশ ও ডাচ পর্যটকদের কাছে তৃতীয় জনপ্রিয় গন্তব্য হিসেবে উঠে এসেছে।

সমুদ্র সৈকত ও দ্বীপপুঞ্জের জাদু পর্তুগালের দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলগুলোও এবার রেকর্ড সংখ্যক পর্যটক টানছে, ‘ফারো’ (আলগার্ভ) ব্রিটিশ এবং ডাচ পর্যটকদের কাছে বছরের শেষ সময়ের প্রধান গন্তব্য। দ্বীপ অঞ্চলের মধ্যে ‘মাদেইরা’ সবচেয়ে এগিয়ে। বছরের শেষভাগে এখানকার আতশবাজি বিশ্বজুড়ে সমাদৃত, যা উপভোগ করতে জার্মানি, ইতালি এবং স্পেনের পর্যটকরা ভিড় করছেন। প্রকৃতিপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ‘আজোরেস দ্বীপপুঞ্জ’-র সাও মিগুয়েল এবং তেরসেইরা দ্বীপ। পাশাপাশি পিকো, ফায়াল ও ফ্লোরেস দ্বীপগুলোও পর্যটকদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে।

পর্তুগালের বাসিন্দারা নিজেরা নববর্ষ উদযাপনে যেমন দেশের অভ্যন্তরে মাদেইরা বা পোর্তোকে বেছে নিচ্ছেন, তেমনি দেশের বাইরে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা গেছে। পর্তুগিজদের পছন্দের তালিকায় বিদেশের শহরগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে প্যারিস। এরপর রয়েছে লন্ডন, মাদ্রিদ, বার্সেলোনা, রোম এবং আমস্টারডাম।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version