বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী চৌদ্দগ্রামবাসীর উদ্যোগে আনন্দ উল্লাস ও সংবর্ধনায় পরিণত হয়েছে। কামরুল হুদা (চৌদ্দগ্রাম-১১) আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র প্রবাসীদের এ আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা­­-তে জ্যামাইকা এলাকার ধানসিঁড়ি, ১৬৯-২৮ হিলসাইড এভেন্যু, নিউইয়র্কে মিষ্টিমুখ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমদাদুল হক কামাল এবং সঞ্চালনায় ছিলেন চৌদ্দগ্রাম বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হুদা। তিনি তাঁর বক্তব্যে বলেন…

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসী চৌদ্দগ্রামবাসীর ঐক্যই আমাদের শক্তি। জনগণের ভালোবাসাই আমার প্রেরণা।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক জি.এস. ও যুগ্ম সচিব আবু তাহের চৌধুরী, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা শাহজাহান সিরাজী, ভিপি ছিলেন জহির মোল্লা, বিএনপি নেতা আল আমিন, শ্রমিক দল নেতা রুহুল আমিন প্রমুখ।

উদ্বোধনী অংশে ফুল দিয়ে বরণ করা হয় কামরুল হুদাকে – গ্রেটার কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক যুগ্ম সচিব আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহজাহান সিরাজী, যুক্তরাষ্ট্রে চৌদ্দগ্রাম সোসাইটি সভাপতি কাজী এনাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী ইমাম হোসেন অপন, রিয়েল এস্টেট ব্যবসায়ী মিজানুর রহমান এবং ব্যবসায়ী নজরুল ইসলাম ও আব্দুর রহমান খোকন ইত্যাদি।

অনুষ্ঠানটি প্রবাসী চৌদ্দগ্রামবাসীর বিপুল উপস্থিতিতে মিলনসভার রূপ নেয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version