সোমবার, ১১ই আগস্ট, ২০২৫   |   ২৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পর্তুগাল, একটি দেশ যার ইতিহাস সমৃদ্ধ, বৈচিত্র্যময় ও বিশ্বমানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাববিস্তারকারী। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মধ্যযুগীয় রাজাদের শাসন—সবকিছুই গাঁথা আছে এই দেশের ইতিহাসে।

১৫শ শতকে, পর্তুগাল হয়ে ওঠে বিশ্বজয়ের অন্যতম অগ্রদূত। ভাস্কো দা গামা ১৪৯৮ সালে যখন সমুদ্রপথে ভারত আবিষ্কার করেন, তখন পর্তুগিজ নাবিকেরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকায় গড়ে ওঠে পর্তুগিজ উপনিবেশ—যার প্রভাব আজও বহু অঞ্চলে বিদ্যমান।

১৮শ ও ১৯শ শতকে, নেপোলিয়নের আগ্রাসন ও অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা দেশটিকে দুর্বল করে ফেলে। তবে ১৯৭৪ সালে ‘কার্নেশন বিপ্লব’-এর মাধ্যমে দীর্ঘ স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে পর্তুগাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রের নতুন অধ্যায়।

আজ, পর্তুগাল এক আধুনিক, সৃজনশীল ও বিশ্বদৃষ্টিভঙ্গিসম্পন্ন দেশ, যার শেকড় গাঁথা রয়েছে এক গৌরবোজ্জ্বল অতীতে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version