বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ সালের ১৯ ডিসেম্বর তারিখে লিসবনের মার্টিম মনিজ এলাকায় ঘটেছিল এক নজিরবিহীন ঘটনা। অভিবাসী অধ্যুষিত স্থানটিতে একটি বড় পুলিশি অভিযান চালানো হয়। অপরাধ দমনের নামে সেখানে ব্যাপক তল্লাশী চালানো হয়, দুজন গ্রেপ্তারও হন। মানুষের দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে থাকার ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

অভিবাসীদের সঙ্গে পুলিশের আচরণ বিতর্কের জন্ম দেয়। পরবর্তী দিনগুলোতে ঘটনাটি কেন্দ্র করে সংহতিমূলক পদক্ষেপ এবং বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। সমালোচকরা পুলিশের সেদিনের তৎপরতাকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছিলেন। অনেক রাজনীতিবিদ এবং অ্যাকটিভিস্টরা এটিকে অসঙ্গত এবং বিদেশিভীতি বলে নিন্দা জানান।

সমালোচিত সেই দিনটির এক বছর পুর্তিতে রেনোভারআ মোরারিয়ার উদ্যোগে পর্তুগালে আয়োজন করা হয় এক প্রতিবাদী পারফরমিং আর্ট এক্সিবিশনের। মার্টিম মনিজের ঘটনাটিকে ধরে এর মূল ভাবনা তৈরি হলেও পরবর্তীতে সমগ্র ইউরোপে অভিবাসীদের জীবনধারা নিয়ে প্রদর্শনীটি কাজ করেছে। বাংলাদেশী মাল্টিডিসিপ্লিন শিল্পী সরকার নাসরিন এতে অংশ নেন। সামাজিক সংকট নিয়ে পারফরমিং আর্ট তৈরির কাজ অনেকদিন থেকেই করছেন তিনি।

পর্তুগালে অভিবাসীদের জীবন নিয়ে এই পারফরমিং আর্ট এক্সিবিশনে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সরকার নাসরিন জানিয়েছেন নোটিসিয়াস বাংলাকে। তিনি জানান, ইউরোপে অভিবাসীদের জীবন সংগ্রামের বাস্তবতা নিজের শৈল্পিক কর্ম দিয়ে দেখাতে চেষ্টা করেছেন।

সাড়ে তিন বছরের অভিবাসী জীবনের প্রথম থেকেই পর্তুগালে শিল্প সম্পর্কিত বিভিন্ন কাজে যুক্ত আছেন সরকার নাসরিন। বাঙালি শিল্পী হিসেবে এই প্রকল্পে তিনি একজন লেখক, একজন সাংবাদিক, একজন আলোকচিত্রী, একজন চীনা অভিবাসী এবং একজন গ্রাফিক ডিজাইনারের সঙ্গে কাজ করেছেন। পর্তুগালের অভিবাসীদের জীবন নিয়ে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। সেসব তথ্য, প্রয়োজনীয় সাক্ষাৎকার, গবেষণা ইত্যাদি নিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করেছেন তারা।

রেনোভারআ মোরারিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালের ১৯ মার্চ। সামাজিক ও সম্প্রদায়গত হস্তক্ষেপ, স্থানীয় উন্নয়ন এবং আঞ্চলিক সাংস্কৃতিক ও শৈল্পিক পুনরুজ্জীবনের ক্ষেত্রে সংস্থাটি কাজ করে থাকে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version