বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন…
দল ও পরিবারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন করা যায়।
খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন
খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক পালনকালে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও কোরআনখানি আয়োজন করা হবে। এ ছাড়া নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, শোক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কার্যালয়ে শোক বই খোলা থাকবে। সেখানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়াত নেত্রীর স্মৃতিচারণা ও শোকবার্তা লিখতে পারবেন।
