বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-কে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর ছবি, ভিডিও বা ভোট সম্পর্কিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য সতর্ক করেছেন। কমিশন বলেছে, এই ধরনের পোস্ট দিলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইসি জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষা করা সব ভোটারের অধিকার ও দায়িত্ব। পোস্টাল ভোটে কোন প্রার্থীকে ভোট দিলে তা সামাজিক মাধ্যম বা অন্য কোনো পাবলিক ফোরামে প্রকাশ করা ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে এবং এটি আইনের পরিপন্থী। তাই এই ধরনের তথ্য শেয়ার করলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ভোট দেওয়ার ছবি, ভিডিও বা কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি ব্লক করা হবে।

আইনানুগ অন্য পদক্ষেপও নেওয়া হতে পারে, যার মধ্যে মামলা ও শাস্তিমূলক দায় অন্তর্ভুক্ত। ভোটারদের অনুরোধ করা হয়েছে এমন কোনো পোস্ট বা শেয়ার থেকে বিরত থাকতে।

দেশে ও প্রবাসে শত হাজারেরও বেশি ভোটার “পোস্টাল ভোট বিডি” অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট নিবন্ধন করেছেন, যাতে তারা তাঁদের ভোট ডাকযোগে পেয়ে ভোট দিতে পারেন।

ইসি জানায়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা না হলে তা ভোটের নৈতিকতা ও আইনি নিয়ম লঙ্ঘনের মতো বিবেচিত হবে।

এই নির্দেশনা পরিবেশিত হয়েছে বাংলাদেশের নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী। ভোটের গোপনীয়তা রক্ষা করা না হলে, এনআইডি ব্লক করা হবে এবং মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ইসি ভোটারদের মনে করিয়ে দিয়েছে যে এটি শুধু একটি সতর্কতা নয়, আইনি বাধ্যবাধকতাও।

যে কোনো পোস্টাল ভোটের ছবি বা ভিডিওই সামাজিক মাধ্যমে প্রকাশ না করাই নিরাপদ। এতে আপনি আইনগত ঝুঁকি ও আপনার এনআইডি ব্লক হওয়ার সম্ভাবনা উভয়ই এড়াতে পারবেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version