ডেনমার্কের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান DTU (Technical University of Denmark)-তে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন একজন বাংলাদেশি পিএইচডি গবেষক ড. আরিফুল ইসলাম। তিনি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “GreenGrid EU” প্রকল্পের একটি মূল গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ থেকে ইউরোপ – ড. আরিফের যাত্রা:
ড. আরিফুল ইসলাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে DAAD স্কলারশিপে জার্মানিতে মাস্টার্স শেষ করে ডেনমার্কে পিএইচডি শুরু করেন। তার গবেষণার মূল ক্ষেত্র ছিল, সোলার হাইব্রিড সিস্টেম, স্মার্ট গ্রিড টেকনোলজি, এবং কার্বন নিঃসরণ হ্রাসে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার।
GreenGrid EU প্রকল্পে অবদান:
এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে ইউরোপজুড়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা। ড. আরিফের দল মূলত এমন একটি AI-ভিত্তিক প্রেডিকশন সিস্টেম তৈরি করছে, যা আবহাওয়া ও বিদ্যুৎ চাহিদার ভিত্তিতে অটোমেটিক গ্রিড ম্যানেজমেন্ট করতে পারবে।
ড. আরিফ জানান,
“আমার কাজের মাধ্যমে শুধু ইউরোপ নয়, ভবিষ্যতে বাংলাদেশের গ্রামীণ সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনাকেও আরও কার্যকর করা সম্ভব হবে।”
বাংলাদেশের জন্য সম্ভাবনা:
ড. আরিফুল ইসলাম আশাবাদী যে তার গবেষণার ফলাফল ব্যবহার করে বাংলাদেশের দুর্গম ও রাজধানী ঢাকা থেকে দূরবর্তী এলাকাগুলোতেও স্মার্ট সোলার গ্রিড ব্যাবস্থা বাস্তবায়ন সম্ভব। বিশেষ করে চর এলাকা, পার্বত্য জেলা ও দুর্গম উপকূলীয় অঞ্চলে এ ধরনের প্রযুক্তি বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে।
আন্তর্জাতিক স্বীকৃতি:
ড. আরিফ আরিফুল ইসলামের গবেষণাপত্র ইতোমধ্যেই IEEE, Springer এবং Nature Energy-তে প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে তিনি “Young Researcher in Renewable Energy” ক্যাটাগরিতে EU Innovation Award অর্জন করেন।