ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত দেশ লাটভিয়া মাসিক গড় আয়ের হিসেবে পর্তুগালকে পেছনে ফেলে দিয়েছে। পরিসংখ্যানভিত্তিক গবেষণা অনুযায়ী জানা যায়, কর পরিশোধের পর, পর্তুগালের প্রতি করদাতার ২০২৩ সালে মাসিক গড় আয় হয় ১,১৫৫ ইউরো। এতে দেখা গেছে পর্তুগাল ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯ নম্বরে অবস্থান করেছে। লাটভিয়া এই তালিকায় এক ধাপ এগিয়ে পর্তুগালকে ছাড়িয়ে গেছে বলে এমন সংবাদ প্রকাশ করে, ‘দ্য পর্তুগাল নিউজ’।
পর্তুগালের বিভিন্ন শহরে আয়ের হিসেব ভিন্ন। সে হিসেবে লিসবন মহানগরীতে গড় আয় সবচেয়ে বেশি, যা প্রতি মাসে ১,৩৭৫ ইউরো। অন্যদিকে দেশটির সবচেয়ে কম আয়ের শহর তামেগা ও সউজা, যেখানে গড় আয় মাত্র ৮৮৩ ইউরো। অপরদিকে লাটভিয়ায় করব্যাতিত মাসিক গড় আয় ১,৫০০ থেকে ১,৭৫০ ইউরো, যা পর্তুগালের চেয়ে বেশি।
অন্য এক জরিপে দেখা গেছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে পর্তুগালে “দারিদ্র্যের ঝুঁকিতে” থাকা পরিবারের হার ১৭ শতাংশ থেকে কমে ১৬.৬ শতাংশ হয়েছে, যা সংখ্যায় প্রায় ১৮ লাখের বেশি মানুষ, যারা প্রতি মাসে একজন প্রাপ্তবয়স্কের জন্য ৬৩২ ইউরোরও কম আয় করছেন।
ইউরোপীয় ইউনিয়নের সংখ্যালঘু দেশগুলোও অর্থনৈতিক সূচকে দ্রুত পরিবর্তন আনছে। সেই সাথে ইউরো অঞ্চলে গড় আয় বৃদ্ধি‑কম হওয়ার পার্থক্য দেশভিত্তিক হয়ে উঠছে।
