বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার জন্য আবেদন করার সুযোগ এখন বাংলাদেশ থেকেই পাওয়া যাবে। ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস জানিয়েছে, আগামী ২ নভেম্বর থেকে বাংলাদেশে স্থায়ীভাবে এই স্বল্প-মেয়াদি (শেনজেন) ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

সোমবার (২০ অক্টোবর) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে হবে। উল্লেখ্য, আবেদন জমা দেওয়ার জন্য ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে।

দূতাবাস আরও জানিয়েছে যে, স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা প্রক্রিয়াকরণে প্রায় ৪৫ দিন সময় লাগবে। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন জমা দেবেন, সেদিন থেকেই এই প্রক্রিয়াকরণের সময় গণনা শুরু হবে। ভিসা প্রক্রিয়াকরণ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version