বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের ক্রান-মন্টানা আল্পাইন স্কি রিসোর্টে শক্তিশালী বিস্ফোরণে অনেক মানুষ নিহত এবং আহত হয়েছেন বলে ১ জানুয়ারি ভোরে জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলেছে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভেন্যু ‘লে কনস্টেলেশন’-এ ওই বিস্ফোরণ ঘটে। দর্শনার্থীরা তখন ২০২৬ সালকে বরণ করে নিচ্ছিলেন।

পুলিশের একজন মুখপাত্র জানান, ঘটনার সময় ওই বারে ১০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী এবং বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নেয়। বিস্ফোরণের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার সাংবাদিকদের বলেন, কয়েক ডজন মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এর আগে জানিয়েছিল, অনেককে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ মুখপাত্র গেটান ল্যাথিয়নও বলেছেন, ভবনটিতে শতাধিক মানুষ ছিলেন এবং তারা অনেক হতাহত মানুষ দেখতে পেয়েছেন। তিনি আরও বলেন, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিকভাবে পরিচিত ওই স্কি রিসোর্টে প্রচুর পর্যটক আসেন। পুলিশ জানিয়েছে, এলাকাটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে এবং ক্রান-মন্টানার আকাশ ‘নো-ফ্লাই জোন’ বা বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছে।

সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলের ক্রান-মন্টানা একটি সুপরিচিত আল্পাইন রিসোর্ট এবং এটি একটি অভিজাত অবকাশ যাপন কেন্দ্র হিসেবে স্বীকৃত। প্রয়াত জেমস বন্ড অভিনেতা রজার মুরসহ অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং পর্যটকরা অনেকদিন ধরে সেখানে গিয়েছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত রিসোর্টটিতে বিশাল স্কি এলাকা রয়েছে। এখানে নিয়মিতভাবে বড় ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হয়, যার মধ্যে জানুয়ারির শেষের দিকে অনুষ্ঠিতব্য ‘স্কি ওয়ার্ল্ড কাপ’ অন্যতম।

ছুটির মৌসুমে ক্রান-মন্টানা সাধারণত পর্যটকে ভরা থাকে। এলাকাটিতে প্রায় ১০ হাজার বাসিন্দা রয়েছেন। ৮টি লাক্সারি হোটেলসহ শত শত হলিডে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের মতে, এও অঞ্চলের অর্থনীতি মূলত পর্যটনের ওপর নির্ভরশীল। প্রতি বছর সেখানে প্রায় দশ লক্ষ মানুষ রাত্রিযাপনের জন্য আসেন। পর্যটকদের মধ্যে প্রায় ২০ শতাংশই সুইজারল্যান্ডের বাইরের নাগরিক।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version