বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানিতে কর্মরত ভারতীয় নাগরিকদের আয় এখন দেশটিতে সর্বোচ্চ—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। জার্মান অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব দ্য জার্মান ইকোনমির গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে জার্মানিতে কর্মরত ভারতীয় কর্মীদের মাসিক মধ্যম মোট বেতন ছিল পাঁচ হাজার তিন শত তিরানব্বই ইউরো, যা স্থানীয় জার্মান কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

গবেষণা অনুযায়ী, একই সময়ে জার্মান নাগরিকদের মাসিক মধ্যম মোট বেতন ছিল চার হাজার এক শত সাতাত্তর ইউরো। অর্থাৎ ভারতীয় কর্মীদের আয় গড়ে প্রায় বারো শত ইউরো বেশি। শুধু তাই নয়, জার্মানিতে কর্মরত অন্যান্য বিদেশি নাগরিকদের তুলনায়ও ভারতীয়দের আয় শীর্ষে রয়েছে।

এই তালিকায় অস্ট্রিয়ার নাগরিকদের মধ্যম বেতন ছিল পাঁচ হাজার তিন শত বাইশ ইউরো, যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাঁচ হাজার তিন শত সাত ইউরো এবং আয়ারল্যান্ডের নাগরিকদের পাঁচ হাজার দুই শত তেত্রিশ ইউরো। তবে সবগুলো দেশকে পেছনে ফেলে ভারতীয় কর্মীরাই প্রথম স্থানে রয়েছে।

গবেষকরা জানিয়েছেন, এই উচ্চ আয়ের মূল কারণ নাগরিকত্ব নয়, বরং পেশাগত দক্ষতা ও কাজের ধরন। জার্মানিতে কর্মরত ভারতীয়দের বড় একটি অংশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক উচ্চ দক্ষতার পেশায় যুক্ত। এসব খাতে বেতন তুলনামূলকভাবে বেশি হওয়ায় সামগ্রিক আয়ও বেড়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, পঁচিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভারতীয় কর্মীদের প্রায় এক-তৃতীয়াংশই এসব উচ্চ দক্ষতার পেশায় কাজ করছেন। গত এক দশকে জার্মানিতে ভারতীয় প্রযুক্তি ও প্রকৌশল কর্মীর সংখ্যা প্রায় নয় গুণ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আসা ভারতীয় শিক্ষার্থীদের একটি বড় অংশ পড়াশোনা শেষ করে সেখানেই চাকরিতে যুক্ত হচ্ছেন। এর ফলে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে ভারতীয় পেশাজীবীদের ভূমিকা ক্রমেই বাড়ছে।

জার্মান সরকার দীর্ঘদিন ধরেই ইউরোপের বাইরে থেকে দক্ষ কর্মী আনার ওপর গুরুত্ব দিয়ে আসছে। শ্রমবাজারে দক্ষ জনবলের ঘাটতি পূরণে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন আইন সহজ করায় ভারতসহ বিভিন্ন দেশের উচ্চ দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে কাজের সুযোগ আরও বেড়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version