বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত ১০ জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মাধ্যমে।

অনুষ্ঠানে সংগঠনটি পরিচালিত পর্তুগিজ ভাষা কোর্সের প্রতিটি ব্যাচ থেকে সেরা ফলাফল অর্জনকারী তিনজন শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পুরস্কার’ প্রদান করা হয়। একই সঙ্গে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রো কোয়ালিফিকা-এর প্রতিনিধি কার্লোস সানতোশ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ড্যানিয়েল আদ্রিয়াও, সচিব মাসুদ মজুমদার, সভাপতি শফিকুল আলম এবং নারী উদ্যোক্তা বিথী আক্তারসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সদস্যরা।

ছবিঃ নোটিসিয়াস বাংলা

অনুষ্ঠানে সংগঠনটির গত এক বছরের কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৬ সালের নতুন উদ্যোগ, পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য ঘোষণা করা হয়। সংগঠনের কর্মকর্তারা বলেন, গোল্ডেন ভিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে জ্ঞান মানুষকে আলোকিত করে, শিক্ষা মানুষকে শক্তিশালী করে এবং সহযোগিতা মানুষকে এগিয়ে নেয়।

গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও অ-ধর্মীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (নন-গভর্নমেন্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এনজিডিও)। বাংলাদেশি, পর্তুগিজ ও অন্যান্য দেশের সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি লিসবনে নিবন্ধিত।

সংগঠনটির মূল লক্ষ্য পর্তুগালে বসবাসরত অভিবাসী মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও সম্মানজনক করে তোলা। গত এক বছর ধরে তারা শিক্ষা, ভাষা, দক্ষতা উন্নয়ন, আইনি সচেতনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি পর্তুগিজ সমাজ ও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য গড়ে তুলতে সেতুবন্ধনের ভূমিকা পালন করছে। বর্তমানে এক হাজারেরও বেশি সদস্য গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনে নিবন্ধিত হয়ে এর বিভিন্ন সেবা গ্রহণ করছেন বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান।

আয়োজকেরা জানান, এই অনুষ্ঠান সংগঠনটির স্বপ্ন ও অঙ্গীকারেরই প্রতিফলন যেখানে একটি সম্মানভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের বার্তা দেওয়া হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version