পর্তুগালের রাজধানী লিসবনের আন্তর্জাতিক বিমানবন্দরে জাল পাসপোর্ট ব্যবহার করে বিমানে ওঠার চেষ্টাকালে এক পুরুষ ও এক নারীকে আটক করেছে পুলিশ। গত ৮ জানুয়ারি এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্তুগিজ ন্যাশনাল ফরেনার্স অ্যান্ড বর্ডারস ইউনিট এবং বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ যৌথভাবে সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের কাগজপত্র যাচাই করা হয়। পরে তাদের দেওয়া পাসপোর্টগুলো জাল বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিদের মধ্যে একজন ৩১ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৩৪ বছর বয়সী নারী। তারা দুজনই আলাদা আলাদা ফ্লাইটে ভ্রমণের চেষ্টা করছিলেন। যাচাই শেষে তাদের বিমানবন্দরের পিএসপি (পাবলিক সিকিউরিটি পুলিশ) হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। জাল নথি সংগ্রহের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
