পর্তুগালের তরুণদের জন্য এক অভিনব সুযোগের ব্যবস্থা করেছে দেশটির সরকার। “এএনডিএ- পরিচিত হোন পর্তুগালের সঙ্গে (ANDA Conhecer Portugal)” নামে বিশেষ এক কর্মসূচির আওতায় ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণরা সাত দিনের জন্য বিনা খরচে ট্রেন ভ্রমণ এবং একই সাথে ছয় রাত বিনা খরচে থাকার সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগটি পরিচালনা করছে পর্তুগালের রাষ্ট্রীয় রেল সংস্থা ও যুব নিবাস পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান মোভিজোভেম।
এই কর্মসূচিতে নির্বাচিত তরুণরা সাত দিন পর্যন্ত দেশের ভেতর বিনামূল্যে ট্রেনে সীমাহীন ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি দেশের বিভিন্ন যুব নিবাসে ছয় রাত বিনা খরচে থাকার ব্যবস্থা থাকবে। তবে এই ছয় রাতের সুযোগ একবারে নিতে হবে।
এই সুবিধা কেবল পর্তুগালে বসবাসকারী ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের জন্য উন্মুক্ত। পাশাপাশি, যারা ২০২৫ সালে দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করেছেন, তারাও আবেদন করতে পারবেন। পুরো দেশে সর্বোচ্চ ত্রিশ হাজার তরুণ এই সুযোগ পাবেন।
সুযোগটি নিতে আবেদন করতে হবে “এএনডিএ- পরিচিত হোন পর্তুগালের সঙ্গে (ANDA Conhecer Portugal)” ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনকারীদের জাতীয় পরিচয় যাচাইয়ের জন্য ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করতে হবে। অনুমোদনের দুই কার্যদিবস পর থেকে ভ্রমণ শুরু করা যাবে।
গত বছর পর্তুগাল সীমিত আকারে এই কর্মসূচি চালু করেছিল, যাতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মাত্র ৬৪ জন। এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতে সরকার বয়সসীমা বাড়িয়ে ত্রিশ বছর পর্যন্ত করেছে এবং সুযোগটি আরও বিস্তৃত করেছে।
পর্তুগালের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে তরুণদের নিজেদের দেশকে ঘুরে দেখা, অভ্যন্তরীণ পর্যটনে উৎসাহ দেওয়া এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করাই মূল লক্ষ্য।
