বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে বড় জয় লাভ করেছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেট (পিএসডি)। এই জয়ের মাধ্যমে ২০১৩ সালের পর পিএসডি আবারও ন্যাশনাল মিউনিসিপ্যাল কমিটির নেতৃত্বে ফিরে এসেছে। 

ডানপন্থী দল শেগা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও প্রথমবারের মতো তিনটি মিউনিসিপ্যালে জিতেছে। 

নির্বাচনের ফলাফল অনুযায়ী, পিএসডি ১৩৪টি মিউনিসিপ্যাল দখল করেছে, যা ২০০৯ সালের পর তাদের সবচেয়ে বড় স্থানীয় নির্বাচনী জয়। দলটি লিসবন, পোর্তো, সিন্ত্রা, কাসকাইস এবং গাইয়া—এই পাঁচটি বৃহত্তম মিউনিসিপ্যালেও জয়লাভ করেছে।

পর্তুগালের সংবাদমাধ্যম এক্সপ্রেসোর খবর অনুযায়ী, গত নির্বাচনের তুলনায় পিএসডি এবার দেশজুড়ে নতুন করে ২২টি মিউনিসিপ্যাল জিতেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি ২২টি মিউনিসিপ্যাল হারিয়েছে ও জয়লাভ করেছে ১৩০টিতে। 

প্রত্যাশিত বিজয় না পাওয়ায় পিএস নেতা পেদ্রো নুনো সান্তোস পরাজয়ের পর দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব মাদিরা।  

অন্যদিকে, পলিটিকোর খবর অনুযায়ী, ডানপন্থী দল শেগা তিনটি আসন – আলবুফেইরা, এন্ট্রোনকামেন্টো এবং সাও ভিসেন্টে মেয়র পদ জিতেছে। এগুলো যথাক্রমে দক্ষিণের আলগার্ভ অঞ্চল, মধ্যাঞ্চলের মিডিয়ো তেজো এলাকা এবং মাদেইরা দ্বীপে অবস্থিত।

এই নির্বাচনে, পিএসডি-এর প্রধান জোট ‘আলিয়ান্সা ডেমোক্র্যাটিকা’ নামে পরিচিত, যা ২০২৪ সালে পুনর্গঠিত হয়েছিল। এই জোটে পিএসডি-এর সঙ্গে ছিল পিপলস পার্টি এবং পিপলস মনার্কিস্ট পার্টি। 

যা বলছেন বিশ্লেষকরা

স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল ঘিরে সোমবার পর্তুগালের প্রধান সংবাদপত্রগুলো বিভিন্ন বিশ্লেষণ প্রকাশ করেছে। বেশিরভাগ সম্পাদকীয়েই উঠে এসেছে—নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এডি) আরও শক্ত অবস্থানে গেছে, আর দুই প্রধান দল পিএসডি ও পিএস এখনো জাতীয় রাজনীতিতে প্রভাবশালী।

দিয়ারিও ডি নটিসিয়াস–এর সম্পাদক ফিলিপে আলভেস তার সম্পাদকীয়তে এই নির্বাচনের পাঁচটি প্রধান পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাঁর মতে, প্রথমত, মধ্য-ডানপন্থী জোট ‘অ্যালায়েন্স ডেমোক্র্যাটিকা’ (এডি) সরকার আরও শক্তিশালী হয়ে উঠেছে। দ্বিতীয় পর্যবেক্ষণে আলভেস লিখেছেন, সোশ্যালিস্ট পার্টি (পিএস) আর স্থানীয় নির্বাচনে সর্বাধিক ভোটপ্রাপ্ত দল নয়। লিসবন ও পোর্তোর মতো গুরুত্বপূর্ণ শহরে পরাজয় তাদের স্থানীয় প্রভাবকে দুর্বল করেছে। তৃতীয়ত, চরম -ডানপন্থী দল শেগা স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জোরালোভাবে প্রতিষ্ঠা করলেও তারা এখনো দ্বি-দলীয় প্রভাব ভাঙতে পারেনি এবং প্রত্যাশিত সংখ্যক মিউনিসিপ্যাল জয় করতে ব্যর্থ হয়েছে। চতুর্থত তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির তৃতীয় শক্তি হিসেবে থাকা কমিউনিস্ট জোট সিডিইউ–এর ভিত্তি ক্রমেই নড়বড়ে হচ্ছে। পঞ্চম ও শেষ পর্যবেক্ষণ হলো বামপন্থী দল লেফট ব্লকের পতন নিয়ে—যা এখন আর স্থানীয় রাজনীতিতে কার্যকর কোনো শক্তি নয়।

অন্যদিকে, পাব্লিকো–এর সম্পাদক মানুয়েল কারভালহো লিখেছেন, স্থানীয় পর্যায়ে পিএসডি ও পিএস এখনো প্রভাবশালী দুই শক্তি। পিএসডি আরও বেশি মিউনিসিপ্যালে জয় পেয়েছে এবং দেশের বৃহত্তম শহরগুলোয় তাদের অবস্থান সুদৃঢ় হয়েছে, যেখানে শেগা প্রত্যাশার চেয়ে কম ফল পেয়েছে।

ডানপন্থী অবসারভেডর–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচন সরকারকে নতুন আস্থা দিয়েছে। পিএসডি এখন দেশের সবচেয়ে বড় স্থানীয় রাজনৈতিক শক্তি, আর শেগার ফল প্রত্যাশার নিচে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version