Here’s a list of all of our authors.
Our Authors
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।219 খবর
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।53 খবর
আর এ ইহসান ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ব্রডকাস্টিং মিডিয়া প্রডাকশনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভ্রমণ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখালেখিতেও তিনি সক্রিয়।8 খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।6 খবর
শাহাদাৎ হোসেন রাফি একজন বাংলাদেশী লেখক, গণমাধ্যমকর্মী, উইকিমেডিয়ান ও প্রকৌশলী। নোটিসিয়াস বাংলার সাথে প্রযুক্তি পরামর্শক হিসেবে যুক্ত আছেন।1 খবর