বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ।

বিবৃতিতে তিনি বলেন…

জাতীয় রাজনৈতিক অঙ্গনে বিভাজন ও মতপার্থক্যের এই সময়ে সর্বজনীনভাবে শ্রদ্ধেয় ব্যক্তিত্বের সংখ্যা কম হলেও বেগম খালেদা জিয়া তাঁর দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণে জাতির কাছে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।

তিনি আরো উল্লেখ করেন…

খালেদা জিয়ার সংকটময় এই সময়ে দেশ-বিদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। এমন সর্বজনীন মানবিক সমর্থন কোনো সাধারণ রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায় না এটি জাতির প্রতি তাঁর অবদান ও ত্যাগের স্বীকৃতি

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে এম এ হাকিম মিনহাজ আরও বলেন…

মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্থতা দান করুন এবং সুস্থ-সবলভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন এটাই লাখো মানুষের আকাঙ্ক্ষা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version