২০২৬ বিশ্বকাপের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ সম্মান জানাতে চায় পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংক। রোনালদোর ছবি সংবলিত নোট ও মুদ্রার একাধিক ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।
তবে বিভিন্ন গনমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংক (Banco de Portugal) নিশ্চিত করেছে, রোনালদোর নামে কোনো নোট বা স্মারক মুদ্রা প্রকাশের তথ্যটি সম্পূর্ণ ভুয়া। একই তথ্য জানিয়েছে, সরকারি ছাপাখানা ‘Imprensa Nacional-Casa da Moeda’। অর্থাৎ অনলাইনে ঘুরে বেড়ানো ৭ ইউরোর নোট বা কয়েন সম্পূর্ণ ভুয়া যা রোনালদোর ছবি যুক্ত করে এআই-নির্মিত ছবি।
একই সাথে বিশেষজ্ঞরা বলছেন, নোটের ডিজাইন ও মূল্যমান উভয়ই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যা প্রমাণ করে এগুলো শুধু ডিজিটাল ফ্যান্টাসি বাস্তব নয়।
