বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬   |   ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা, বাংলাদেশ: সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো ব্যানার–পোস্টার বাদে দেশের সব জায়গা থেকে ব্যানার ও পোস্টার অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

রিজভী জানান, ব্যানার–পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এগুলো শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষতিগ্রস্ত করছে এবং জনজীবনে বিঘ্ন সৃষ্টি করছে। কারও অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ম্যাডামের শোক প্রকাশের ব্যানার-পোস্টার হয়তো আরও কয়েক দিন থাকবে, তবে বাকি সব ব্যানার তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়া হবে।

মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অপসারণ কাজ শুরু করেছে। দায়িত্ব ভাগ করে কার্যক্রম পরিচালিত হচ্ছে যাতে কোনো ব্যানার–পোস্টার ছাপিয়ে না থাকে।

এসময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ছাত্রদল নেতা রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version