২০১৯ সালে একটি সাধারণ পরিদর্শনই এক শিক্ষার্থীর জীবনে বদলে দেয় ভবিষ্যতের দিকনির্দেশনা। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পড়ার সময় সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা মেলায় (Education Expo) অংশ নেন তিনি। সেখানে সারাবিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের স্টল ঘুরে দেখা, লিফলেট সংগ্রহ করা এবং তথ্য জানতে জানতে প্রথমবারের মতো তার সামনে স্পষ্ট হয়ে ওঠে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন। মেলার প্রতিটি স্টলে থামতে থামতে উপলব্ধি করেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পথটাই হতে পারে তার ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত।
সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় তথ্য সংগ্রহের দীর্ঘ যাত্রা। তখন হাতের কাছে চ্যাটজিপিটি (ChatGPT) ছিল না, গুগল সার্চ, ইউটিউব, আর বিভিন্ন ফেসবুক গ্রুপই ছিলো মূল ভরসা। কোভিড লকডাউনে সময় পেয়ে আরও গভীর গবেষণা করা সম্ভব হয়। একটি এক্সেল শিটে দেশভিত্তিক ভিসা প্রক্রিয়া, টিউশন ফি, বিশ্ববিদ্যালয় যোগাযোগসহ সব নথিভুক্ত করতে থাকেন।
ইউরোপের দেশগুলোর তুলনায় জার্মানিই শুরুতে ছিলো প্রথম পছন্দ। কিন্তু ২০২১ সালে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সংকট দীর্ঘতর হওয়ায় বিকল্প খোঁজা শুরু হয়। তখন উঠে আসে চেক রিপাবলিক, কম খরচ, ভিসা দেওয়ার হার বেশি এবং স্টুডেন্ট-ফ্রেন্ডলি পরিবেশ। জটিল সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২২ সালের জুনে ভিসা হাতে আসে। একই বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার শুরু করতে চেক রিপাবলিকে পৌঁছান।
চেক রিপাবলিকে পড়াশোনার ফাঁকে এক সিনিয়রের পরামর্শে নতুন সম্ভাবনা হিসেবে উঠে আসে পর্তুগাল। পরিবারের সঙ্গে আলোচনা করে মাস্টার্সের জন্য পর্তুগাল যাওয়ার সিদ্ধান্ত নেন ওই শিক্ষার্থী। এখানেই তার শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পর্তুগালে স্থিত হয়ে দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে দ্রুতই তৈরি হয় পেশাগত সুযোগ। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে পরিচালন ও অর্থ বিশ্লেষক (Operations & Finance Analyst) হিসেবে কর্মরত। তার ভাষায়, এই যাত্রা আমাকে ধৈর্য, সঠিক সিদ্ধান্ত আর গভীর গবেষণার গুরুত্ব শিখিয়েছে।
একটি শিক্ষা মেলা থেকে শুরু হওয়া দীর্ঘ ছয় বছরের পথচলা আজ সফল ক্যারিয়ারের বাস্তব উদাহরণ। গবেষণা, অধ্যবসায় আর সময়মতো সিদ্ধান্ত, এই তিনটির ওপর দাঁড়িয়েই বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পেশাজীবনের পথ তৈরি সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
